Site icon আলাপী মন

এলোচুল

এলোচুল

-নীলোৎপল সিকদার

কখনো কখনো সময়
তোমার মত হেঁটে আসে
এলোচুল বাতাসে উড়িয়ে
খোলা চুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে
তখন জীবন সূর্য গালভরে হাসে
মিষ্টি একটা গন্ধ মেখে…

ডুবু ডুবু জীবন তরী তবু ডোবে না
নোনা সমুদ্রের জল কেটে জেগে ওঠে
তরতর গতিতে আবার বয়ে যায়
ঠিক তোমার খোলাচুলে
চঞ্চল হেঁটে যাওয়ার মত
বিশ্বাস আস্থা ভালোবাসায়…

এখানে এ মাটির পৃথিবীতে
তুমি আছ আমি আছি
আর সব কাছাকাছি তবু কত দূরে
প্রয়োজনে অপ্রয়োজনে থাকি পাশাপাশি
তারা সব আছে তবু যেন নেই
শুধু তুমি আমি আছি সুখে দুঃখে
আনন্দ বেদনায় ভালোলাগা ভালোবাসায়
আপনের চেয়ে আপন এক অভিন্নতায়
তোমার মুখের সুষমা ভরা দ্বীপ্তির মত…

Exit mobile version