কবিতা

জীবনকে ভালোবেসে

জীবনকে ভালোবেসে

-পাপিয়া ঘোষ সিংহ

আমার মনখারাপের একলা দিনে ,

উদাস এ মন চাইল আকাশ পানে ।

আকাশ আমায় শুধালো হেসে –

মনখারাপ ? ঐ বন্ধ মনের দুয়ার খোলো আজ,

উড়িয়ে দাও তোমার মন পাখিটারে,

আমি রয়েছি যে বুক পেতে,

আমার অসীমত্বে ভরিয়ে নাও হৃদয়,

দেখো ,তোমার মন কেমন ভালো হয়ে যায়।

আমার একাকিত্বের এক বিকেলে ,

ব্যালকনিতে বসে আছি চোখটি খুলে।

হঠাৎ মাতাল দখিনা বাতাস শনশনিয়ে এসে,

ছুঁয়ে গেল আমার শরীর ,পরম ভালোবেসে।

পাগলামি তার আঁচলটাকে দিচ্ছে ফেলে,

শীতল পরশ ‌শিরশিরিয়ে অনুভবে বুঝিয়ে দিলে,

এখনো আমার শরীর, মনে দোলা লাগে।

আমার ক্লান্ত উদাস একলা রাতে ,

অলস পায়ে সিঁড়ি বেয়ে গেলাম ছাদে।

হাজার তারার মাঝে ঐ চাঁদকে দেখে,

পারছে নাতো ঢাকতে তাকে কালো মেঘে।

হাসছে তো চাঁদ, সেই অমলিন স্নিগ্ধ আলো,

রাতের আকাশ আজকে আমার লাগছে ভালো।

বললো যেন আমার মত মন জোছনায় হেসে

সবার মনের কষ্ট গুলো ,মুছে ফেলো ভালোবেসে।

আমার মনের কষ্টগুলো হারিয়ে গেল এক নিমেষে,

চপল পায়ে ছাদের থেকে নেমে এসে—–

জীবনটাকে জাপটে ধরি ভালোবেসে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page