Site icon আলাপী মন

নাবিক

নাবিক
-অযান্ত্রিক

উন্মোচনের সন্ধী যখন তালাশ করে চিরুনী সুখ,
তোমার দেয়া নকশী কাঁথা বার বার শুধু বদলায় মুখ।
সকাল সকাল চায়ের কাপে,হাল্কা হাসি চোখের জল,
দোহাই কলম, তরপে গেছি, মিষ্টি প্রেমের গল্প বল।

একটা আশিক একখানা প্রেম ,একলা থাকা গেস্টহাউসে,
হোকনা কিছু গল্প শুরু, খুনসুটি রাত থাক সবুজে।
গল্প শুনে, চলকে গেলে, চায়ের কাপের দোষ দেবো না,
একলা থাকা সবাই জানে,নিঃসঙ্গতা আর ভেবো না।

হেডলাইটের আধার গুলোয় শ্যাওলা ধরা সব দেওয়ালে,
চুপটি করে চিমটি কাটে তোমার গল্প শুনবে বলে।
দূরে কোথাও নীল নদীটা বলে ওঠেও ছলাৎ ছল,
পায়ে পড়ি ভাই বন্ধু কলম একটা প্রেমের গল্প বল।

ভালো লাগার বদলাতে স্বাদ বিষের সাথেও ঘর করি,
নিজের ঘরে দরজা চিনেও, অন্য ঘরের কড়া নারি।
বলতে পারো ভীমরতি ভাই,আমি বলবো, তবে তাই হোক,
বাড়তে থাকা তিক্ত ভিড়ে, খাটছে বেদম একখানা লোক।

সব কলমেই কান্না দেখি,নয়ত বিষাদ , রুমাল গুলোয় রক্ত মাখা,
বারুদ গন্ধে মাতাল বাতাস লণ্ঠনে রাত দেখছি একা।
কাঁপতে থাকা হলদে শিখায় ভোট দিয়েছে জোনাকির দল,
দোহাই নাবিক জাহাজ ঘোরা, মিস্টি প্রেমের দেশেই চল।

Exit mobile version