উত্তরীয়
-রীণাচ্যাটার্জী
ভেবেছি রাখবোনা আর অন্য কোথাও, জড়িয়ে নেবো সারা গায়ে..
সেই শৈশবের মায়ের স্পর্শের মতো, অতলান্ত স্নেহের আঁচল
হারাবো না, নেবো সারা গায়ে।
থাকবে না আর সাদা ক্যানভাস, রামধনুর রঙে মিলিয়ে নেবো নীল আকাশের গোধূলি বেলায়।
প্রথম সকালের সূর্য কিরণের সবটুকু উষ্ণতা শুষে নিঃশ্বাসে, নিয়ে নেবো গভীর নাভিমূলে।
নদ-নদী, সমুদ্রের আছে যত সুর,তাল- কণ্ঠে ভরে নেবো নিস্তব্ধতার প্রাচীর ভেঙে ফেলে।
অনাহুত প্রবেশে ঝিনুকে নেবো রাত্মিক মলাট .. অনবদ্য ভীত, বিস্মিত প্রকাশ সৃষ্টির।
প্রদীপের আলোয়, শঙ্খের ধ্বনির মাঝে মিলেমিশে হবো দুরন্ত শুদ্ধ অগ্নিশিখা হোমাগ্নির।
হবো পল্লবিত শাখা, বিহঙ্গ মুখের নিঃসৃত বীজের অবশেষটুকু আপন করে মাটির গ্ৰথনে।
মিলিয়ে যাবো বিশ্ব চরাচরে- বুদবুদ হয়ে ফুটে উঠে জীবনের বাষ্পীয় স্ফোটনে।
বৃথা মন্থনের অযাচিত হলাহল স্তব্ধ করে দেবো, নেবো নাহয় অকারণ ছলনার আশ্রয়।
শেষনাগের যক্ষ রূপে থাকবো অন্তরালে মন্দারে, আত্মার কাছে রেখে দেবো ‘অমৃত’ পাহারায়।
রূপ, রস, গন্ধ, বর্ণ, আহার-বাহার যেটুকু আমার, নিয়ে নেবো আপন অধিকারে।
সযত্নে রেখে যাবো অর্জিত মণিমালা চোরাকুঠুরির গোপন রত্নভান্ডারে…
যোগ্য উত্তরসূরীর অপেক্ষায়, বিকশিত হবে সে স্বীয় মহিমায়, বিনা শর্তে নির্দ্বিধায়….
রাখবো না আর অন্য কোথাও, উত্তরীয় করেই জড়িয়ে নেবো সারা গায়ে।।
বাহ, অপূর্ব হয়েছে,, ভীষন সুন্দর লেখা।
🌹🌹