ছুটি
ছুটি
-মাধবী
বন্ধু তোমায় দিলাম আজকে ছুটি
নীল আকাশে ভাসিয়ে মেঘের ভেলা,
সকল বাঁধন ছিন্ন করে জুটি
স্বপ্নের সব নিত্য নতুন খেলা।।
ওই যে দেখো পাহাড় বাড়ায় হাত
“বন্ধু হবে?” দিচ্ছে তোমায় ডাক
মুক্ত করো নিজেকে দাও মেলে,
রামধনু রং ছড়িয়ে পায়ের তলে
ভালোবাসার আবেশটুকু থাক।।
আমার দেখা তোমার দু চোখ দিয়ে
ব্যস্ত শহর ব্যস্ত রাস্তাঘাট,
হারিয়ে যাওয়া হাজার লোকের ভীড়ে
ছুটছে শহর কোলাহলের হাট।।
আমার ছুটি তোমার ছুটির মাঝে
তোমার হাসি তোমার কলতান,
ছড়িয়ে পড়ে মুক্তোদানার মতো
এলোমেলো আমার সকল কাজে।।


4 Comments
Tamal Roy
অসাধারণ
Shree Bhattacharya
বাহ্ খুব সুন্দর!!💐💐
Anonymous
Wsome… Kp on going.. Wish u all the best.
Anonymous
Thanks to all of you