শেষ আশা

শেষ আশা
-প্রীতি মান

মরুভূমির বালুর চর আর মরীচিকা,
বালিয়াড়ি ধূলোর ঝড়, আছি আমি একা ।
ভাবি কতদিনে জল নামবে দুচোখে —
বৃষ্টি রঙধনু আঁকবে আমাকে ।
জানি না এতো ব্যথা কেন এ বুকে,
চোখে জল বানভাসি, ফুটবে মুখে ।
কথায় কথায় দিন চলেতো গেলো —
মনের মাঝেতে নদী, খেয়া ভাসালো ।
হঠাৎ যদি দিন, রাত হয়ে যায় !
জল ভরা নদী, মূহুর্তে শুকায় ।
গহন নিবীড় মন জাগালো ব্যথা,
স্বপ্নের শেষ আশা  হলো রূপকথা ॥

Loading

Leave A Comment