Site icon আলাপী মন

সংযম

সংযম
-অনোজ ব্যানার্জী

দুষ্ট-রিপুদের ভয়ংকর সুনামি-জলস্রোতে  ভেঙে যায় পবিত্র সংযমের বাঁধ।
সহনশীলতা যায় উবে, কর্পুরের মতই।
নিদারুণ দুর্বলতা করে গ্রাস আমাদের চিন্তন, মনন,আবেগ,অনুভূতি।
মনুষ্যত্ব বলি হয়,সমাজের হাঁড়িকাঠে,,দূরন্ত রাক্ষসের শাণিত খড়্গে।
অমানুষের বিষাক্ত রক্তস্রোত  হয় প্রবাহিত, মানুষের শিরা,উপশিরা, ধমনী, অলিন্দ,নিলয়ে।
কুমতির বলয়ে চলতে চলতে ফেলি হারিয়ে সঠিক পথের দিশা।
সভ্যতার কোমল কাঠে ধরে যায় ঘুণ।

ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার,, সৌজন্যবোধের অমূল্য আসবাব পড়ে খসে খসে।
ধসে ধসে যায়,প্রীতির সুদৃঢ় সেতুর মজবুত নির্মাণ।
দেবত্বের পথে যেতে, হতে হবে কঠোর সংযমী।
সংযম! চাই সংযম… রিপুদের করতে হবে দমন। লোভ করতে হবে সংবরণ।
আসন্ন ধংসের কবল হতে… বাঁচবে তবেই,
এই পচা সমাজ, এই ভাঙা সংসার, এই টলমটল দেশ, এই পৃথিবী।

Exit mobile version