Site icon আলাপী মন

সম্প্রীতি

সম্প্রীতি
-রেহানা দেবনাথ

বলে গেছেন জ্ঞানী গুণী লোকজন
ঈশ্বর আল্লাহ গড সবই একজন।
কেউ বলে জল,কেউ ওয়াটার কেউবা পানি
ডাক আলাদা হলেও জিনিস এক সবাই জানি।
পৃথিবীতে সবাই আসি একই ভাবে
মৃত্যুর সময় সবাই যাইও সেইভাবে
আলাদা হয় দেহ বিনষ্ট করার পদ্ধতি
তার কারণ আমাদের তৈরী ধর্মীয় রীতি!
সবকিছুর মূলে আছে মানুষের হাত
ভাঙাগড়া সমাজ ধর্ম কি জাতপাত!

আমরা শুধু নই হিন্দু মুসলিম শিখ কি ইসাই
সবার আগে মনে রাখতে হবে আমরা মানুষ সবাই।
সবার শরীরে বহমান রক্তের এক রং লাল
ধর্ম জাতপাত ভাষা দিয়ে মনুষত্বকে করি আড়াল।
জনগন এক হলে নজর রাখবে দেশের উন্নয়ন
তাদের মাতিয়ে রাখতে বিভেদনীতি চালায় নেতাগন।
মারামারি খুনোখুনি দাঙ্গার সময় ভুলে যাই
এক সাথে বেড়ে ওঠা আমরা সব বোন ভাই!
আমরা সবাই সব কিছু জানি
তবুও অন্ধের মত অমানুষদের কথা শুনি!
হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে
এস সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলি।

Exit mobile version