রঙের মেলা
-সুপ্রিয়া চক্রবর্ত্তী
রক্তের রঙ লাল, তাতে আছে শত্রুতা
সূর্যের রঙ লাল, তাতে আছে শুধু তেজ
সিঁদুরের রঙ লাল, তাতে আছে ভালোবাসা
আগুনের রঙ লাল ,তাতে আছে উষ্ণতা।
আকাশের রঙ নীল, তাতে আছে গভীরতা
বেদনার রঙ নীল, তাতে আছে নীরবতা
কৃষ্ণর রঙ নীল, তাতে আছে নির্ভরতা
নীল পদ্ম ও আছে, তাতে আছে স্বচ্ছতা।
গাছের পাতা সবুজ, তাতে রয়েছে যে প্রাণ
দূর্বা ঘাস ও সবুজ, সেতো পায়ের নিচেই ম্লান
পান্না সেতো সবুজ, সেতো গৌরবের মণি
আঁধার রাতে জোনাক, সেতো সবুজ আলো খা।
হলুদ যখন গাছের পাতা, ঝরে পড়ে হায়
হলুদ জলে মুখটি দেখে, উমা আমার যায়
হলুদ বিনা রান্না যেন, বেরঙা ব্যঞ্জন
হলুদ পাকা ধানের শীষে, কি মনোরঞ্জন।
কালো সেতো আঁধার কালো, ঘন অন্ধকার
কালো যখন কালী হয়, রূপের কি বাহার
কাজল কালো নয়ণ দেখে, প্রাণ করে আনচান
কৃষ্ণ কালো, রাধার সাথে এমন যুগল বন্ধন।