Site icon আলাপী মন

সংযম

সংযম
-শচীদুলাল পাল

সংযমের উপর আধারিত সংসার।
অসংযমে অশান্তি সংসার ছারখার।
অসংযমী মানুষ রোগ ব্যাধি কবলিত।
নেশা কুখাদ্যাভাসে ফলে রোগগ্রস্ত।
অসন্তুষ্টি মনবিকলন মুল কারণ।
সন্তুষ্টিই সুখ শান্তির উপকরণ।
আগুনে ঘি নিক্ষেপে আগুন নেভেনা।
ইদ্রিয় সুখ ভোগবৃদ্ধিতে সুখ হয়না।
ইন্দ্রিয়সুখ ভোগ নয় শান্তির উপায়।
সংযম শক্তিই সুখ শান্তির উপায়।
চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক।
পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আবশ্যক।
পঞ্চ ইন্দ্রিয়রূপ পঞ্চ অশ্ব নিয়ন্ত্রনে লাগাম।
মনরূপ লাগাম দিয়ে বশে রাখাই সংযম।
কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য।
ষড়রিপু দমনও সংযম শান্তির ঐশ্বর্য।
যম নিয়ম আসন প্রানায়াম প্রত্যাহার ধ্যান সমাধি।
যোগ সুত্রের পথে সংযমই পদ্ধতি।
রিপুদমন ধীশক্তি সহ্যশক্তি,
মানসিকশক্তি লাভে সংযম মহাশক্তি।
“যে সই সে রয়,যে না সয় সে নাশ হয় ” মায়ের বাণী শ্বাশত।
সহনশীলতা সংযমই সংসার শান্তি প্রকৃত।

Exit mobile version