Site icon আলাপী মন

ভাবনা তাই

ভাবনা তাই
-সত্যদেব পতি

পিছনে ফেলে আসা পথে পড়ে রইলো
কিছু পুরাতন ছেঁডা মুখ বন্ধ খাম..
পুর্ণিমার চাঁদের শুভ্রকান্তি জোছনায় বিধৌত দেহ মন,
বিনিদ্র রজনী প্রাতে নিস্কাম শরীরে হেমন্ত শিশির!
ভাঙাচোরা কাঠের আরাম কেদারাতে এলায়িত তনু,
তৃষিত চারপায়ার ওপরে স্তুপিকৃত পুঁথির পাহাড়ে উই চিংড়ের মহাভোজ…
ক্ষুাধার্থ পথিক রহে স্থবীর নয়নে নিথর,
মনে তার অভিপ্রায় শীতল সুবাস__
তুমি তো নির্ণয় করো নব্য রাজপথ আর
যতেক কৌশল,
আমি তাই নিরন্তর করি আনাগোনা
সুগন্ধ লুটিব একা মনের বাসনা।

Exit mobile version