শাপমুক্তি
-পারমিতা ভট্টাচার্য
প্রিয় কবিতা……..
তুমি যে আমায় এতো ভালোবাসো
সত্যিই তা বুঝিনি কখনো
আজ নয় কাল
এখন নয় তখন
বারবার নানা ছলনায়
এড়িয়ে গেছি তোমায় সর্বক্ষণ ……
বুকে পাথর বেঁধে ফেলে দিয়েছি…..
নিঃসীম অনিশ্চিত অন্ধকার সমুদ্রে …..
করেছি গুম খুন তোমার চেতনার ….
আর আস্বাদন করেছি
বুকের ভিতর তীব্র যন্ত্রণার
দুই অনু কষ্ট আর
…এক অণু লবন
কবেই মিশে গেছে জীবনে
যখন গভীর রাতে
আমি কুয়াশা মাখি দু’হাতে
তাই কি আজও গুটি গুটি পায়ে
আসো এখনো?
আবার যে তোমার কাঁচা রোদ
গায়ে মেখে, রৌদ্রস্নাত হবো…
বিশ্বাস করো, ভাবিনি কখনো
ভালোবাসা কোনো শর্ত মানে না …
ভালোবাসা কখনো থামতে জানেনা …
ভুলতেও জানেনা
ভালোবাসা তে “ভালোবাসিটাই”
শাপমুক্তি ঘটায় জীবনের …