হাতছানি

হাতছানি
-সঞ্জিত মণ্ডল

দিও তোমার আশিস খানি,
শুনবো তোমার সে সুর বাণী,
তোমার রঙে রাঙিয়ে আকাশ
মনের সুবাস প্রাণের শ্বাসে ভরবো তোমার ইচ্ছা খানি।

আমার প্রাণের গানের কথা
পাখির কথা তৃণের ব্যথা
শিশির জলে ভেজা যে তা
আকাশবীণার তারেতারে যে সুর বাজে, বাজাও তোমার ইচ্ছাখানি।

ডাক দিয়েছ সাগর পারে
বটের ছায়ে নদীর ধারে
সঘন সেই মেঘের পারে
তোমার দ্বারে বারেবারে ইচ্ছাকরে সোহাগ ভরে বৃষ্টি হয়ে নামি।

মনের প্লাবন শ্রাবণ হয়ে
পড়বে ঝরে অঝোর ধারে
সে দূরদেশে ডাকো কারে বারে বারে
কেমন করে ভুলব ওরে অরূপ রতন সে হাতছানি।

Loading

2 thoughts on “হাতছানি

Leave A Comment