আলো রোশনাই
-পাপিয়া ঘোষ সিংহ
এসেছে শরৎকাল, কাশ তার চামড় দোলায়,
আগমনীর আবাহনে, শিউলি ফুটে ঝরে যায়।
আঁধার বাদল টুটে, সাদা মেঘ ভাসে নীলাকাশে,
গুনগুন ভ্রমরের গুঞ্জন আজ কানে ভেসে আসে।
চারিদিকে হৈচৈ, সাজো, সাজো, নতুনের ডাক,
শারদীয়ার আগমনে, মনে বাজে উৎসবের ঢাক।
জামাকাপড়, সাজগোজ, ঘরে ঘরে কেনার ধূম,
ঝলমলে রোদ্দুরে, প্রকৃতিও সাজে মনোরম।
উৎসবের কাল এ তো! তবু কেন রোদন ভরা?
ভাঙন, ধ্বংস সাথে বুকফাটা আর্তনাদ করা।
অনাচার, অত্যাচার ঘোচাও, করো দুষ্টের দমন,
কাত্যায়নী, ভগবতী করো মা’গো শিষ্ঠের পালন।
বছরের বারোমাসে কত দুঃখ, কত শোক, প্রতি ঘরে,
বাঙালির ঘরে মা’গো এসে, আজ দূর করো তারে।
আঁখিভরা জল আর, শোকে ভরা বিষাদ সানাই,
বন্ধ করো অনটন, ঘরে ঘরে জ্বলুক উৎসব রোশনাই।।