চোখের জল

চোখের জল
-পলি ঘোষ

“চোখের জলের হয় না কোনো রঙ ”
কতো রঙের স্বপ্ন শুধুই আঁকা ।
স্বপ্নগুলো সত্যি করে আজ আমার কাছে
অনেক কিছু শিখিয়ে দিল এসে।
আপন আজ হয় না কখনো আপন।
সবাই আসে স্বার্থ নিয়ে।
আজ দুনিয়ার খেলা বোঝাই বিপদ।
জানিনা এখনও কি আছে আমার কপালে ।
স্নেহের জড়ানো অনাগত দিনগুলি মোর।
আলোর পথে চলতে চলতে বার বার ঠোকর খাই।
এ কেমন ভোরের শিশির কণা রোদের আলো
আসতেই সব শুকনো মরিচ গুঁড়ো আধা কাপ।
আশার আলো ঠিকরে পড়া আভা।
ভোরের আবছা আঁধার ঠিক যেন
কাঁচা পাকা প্রাচীর ভেঙ্গে কাশফুল ছুঁয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা।

চিন্তার শরীর যে ভাবে সজোরে ধাক্কা মারে।
চেয়ে থাকি নিষ্পাপ সহাস্য সজাগ চাহনীতে।
ঝর ঝর চাঁদের নির্যাস ঝরে পরে অবিরাম।
আমার নিরন্তর পথচলা যেখানে জোছনার স্বার্থেই নীরব নিস্তব্ধ।
আজ আমার ভোরের আবছা আঁধার আলোয়
আমি এখন চোখের জলের সাথে যোগাযোগ করুণ এক নকশী কাঁথা।

Loading

Leave A Comment