জীবন শক্তি

জীবন শক্তি
-অমিতাভ সরকার

 

 

খেলাচ্ছলে খেলতে হবে,
জীবনটাতে লড়তে হবে।
দুঃখ কষ্ট নিত্য সঙ্গী,
ভোগ বিলাসও মনোমোহিনী।

 

জীবন খেলায় ধীরে বল,
সন্তুষ্টি নিয়ে খেলেই চলো।
দেখবে তুমি শান্তি পাবে,
ভক্তি খেলায় মুক্তি পাবে।

 

অহংকারের খেলায় মেতো না,
সম্মান তোমার সাথ দেবে না।
বিচার করেই খেলতে হবে,
তবেই জ্ঞান সঙ্গী হবে।

 

ভক্তি খেলায় মেতে থাকো,
সেবায় তুমি শান্তি দেখো।
সহ্য কর সূর্য উঠবে,
জীবন তোমার রঙিন হবে।

Loading

Leave A Comment