Site icon আলাপী মন

‎বাতাসে বারুদের গন্ধ ভাসে

‎বাতাসে বারুদের গন্ধ ভাসে
-অনোজ ব্যানার্জী

আজব গ্রহের,আজব দেশে আজ…….

রজনীগন্ধা, গোলাপ, বেলী,চন্দনের সুগন্ধ কি ভেসে ভেসে আসে?
‎নিঃশ্বাসে, প্রশ্বাসে, আশেপাশে, আকাশে, বাতাসে বারুদের গন্ধ ভাসে।

পুত্রস্নেহে অন্ধরাজা ধৃতরাষ্ট! তার অগণন কুসন্তান আজ করে নির্যাতন চালায় নির্বিচারে

সমাজের অনুপরমানুতে শোষণ, ধর্ষণ, ছিনতাই, ‎অপহরণ, খুন, রাহাজানি, তোলাবাজি……
‎খায় ক্লান্তিহীন ঘুষ, নির্লজ্জভাবে, লাখোলাখো,কোটি কোটি টাকা, অফিসে, আদালতে, প্রশাসনিক সর্বস্তরে, প্রতিবাদের দেওয়াল ওঠে যদি, ওঠে যদি প্রবল সাইক্লোন….
‎চলে গুলি, ছুরি,তরবারি, বোমাবর্ষণ… নির্বিচারে, অট্টহাস্যে…
‎বাতাসে বারুদের গন্ধ ভাসে।।
‎অগণন লাশ থাকে পড়ে, এখানে সেখানে,
‎পথেঘাটে। পুকুরে, নদীতে, খালে বিলে…
‎বনেজঙ্গলে, প্রেতাত্মার আর্তনাদ,
‎নিষ্পাপ রক্তনদীধারার ক্রন্দনরোল, করে বিদীর্ণ শান্ত মনপ্রাণ, বিবেকের অভ্যন্তরে।
‎সুখশান্তি, আরামবিলাসের স্বপ্নিল চোখের, আশালিপ্ত হৃদয়ের জনাকীর্ণ মানবচেতনা, বিপন্ন ভয়ংকরতম।
‎আকাঙ্ক্ষিত, নিশ্চিত সুখের স্বর্গ… ওরা আসে কেড়ে নিতে সবলে, সদম্ভে…
‎বিবেকহীনা গান্ধারী মায়েরা কালোকাপড়ের
‎ঠুলি থাকে বেঁধে তিনচোখে।
‎কে আজ ওদের রোখে??
‎সত্যশিবসুন্দরের ধার্মিক পূজারীরা অহর্নিশি কাঁপে ভয়ে ত্রাসে….
‎বাতাসে বারুদের গন্ধ ভাসে।
‎দুঃশাসনদের মহানন্দ শুধু,,, সাজানো সুখের সংসারে ধরানো বিধ্বংসী আগুন,,,
‎কেড়ে নিতে চায়,,সুখের ফাগুন।
‎তাজাবোমা থাকে পড়ে, পথেঘাটে, মাঠেময়দানে,বনেজঙ্গলে, ফুটপাথে,
‎মেঠোরাস্তায়, পাতায় পাতায়, ঘাসে ঘাসে,
অন্তরালে ওই কারা যেন অট্ট-হাসে…


‎বাতাসে বারুদের গন্ধ ভাসে…
‎যারা চায় গণতন্ত্র, অনাবিল সুখশান্তিপূর্ণ সমাজ, এই কালো ঘনঘোর অমাবস্যায়,
‎কে দাঁড়াবে তাদের পাশে পাশে??
‎বাতাসে বারুদের গন্ধ ভাসে…

Exit mobile version