Site icon আলাপী মন

“ইচ্ছা তো ছিল অনেক”

“ইচ্ছা তো ছিল অনেক”
-সুমিতা পয়ড়্যা

 

 

ইচ্ছা তো ছিল অনেক———
প্রাণের খেলা খেলব তোমার সনে
উচ্ছ্বাস আবেগ ভরবো এ তনুমনে,
কোন জটিলতা চাই নি তো কখনও
প্রাণ খোলা হাসিতেই ভুবন ভোলাব।
আকাশ যেমন সাগরে গিয়ে মেশে,
দূরের দিগন্তরেখা সবুজ মাঠের ঘাসে;
খোলা হাওয়ায় ভাসব সুদূর পারে–
চোখের ভাষা পড়ব বারে বারে।
ইচ্ছা তো ছিল অনেক———
বারংবার হাঁটব অভিসারের পথে
খুনসুটিতে ভরব মতান্তরের মতে।
ভাব বিনিময়ে গড়ব সুখের আশ
উত্তাল মধুর মন্থনে স্বর্গরাজ্যে বাস।
অভিমানের গরল জীবন্ত উত্তাপে ঢেকে রেখে—
প্রেমতাড়িত বাহুডোরে মুখ লুকিয়ে রেখে।
ইচ্ছা তো ছিল অনেক———
হৃদস্পন্দনের মৌণ মুখর শব্দে জেগে থেকে
চোখের তারায় দেখব স্বপ্ন নিভৃতে একসাথে।
সাবলীল জীবনের উন্মাদনা আনব পৃথিবীর কোলে,
প্রেমের নীড়ে অন্তরালে হারাব অজস্র ভিড়ের আলোকে।
ভালোবাসায় বিভোর হব নিত্য সুখে-দুঃখে;
জটিলতা নয়,আজন্ম সত্যের সহবাসে রেখে।
ইচ্ছা তো ছিল অনেক—–
অনেক ইচ্ছা ছিল আমার——
ইচ্ছাগুলো হারাল কেমন করে!
ইচ্ছা তো ছিল অনেকখানি স্বপ্নের রঙ মেখে।

Exit mobile version