প্রশ্ন
-শচীদুলাল পাল
প্রশ্ন করি কেমন আছো সবাই বলে ভালো আছি।
জীবন মঞ্চে নাটক করে বেঁচে আছি।
শবদহনে চায় ইন্ধন, চায় উপকরণ।
অন্যের সাফল্যে মানুষের হয় জলন।
বিজ্ঞানীরা খোঁজে দেহে প্রাণের কি রহস্য।
খোঁজেনা সুখের কি উৎস।
সকাল হয়, রাত্রি নামে বয়স থেমে থাকেনা।
কেউ কেঁদে দুঃখ ভোলে কেউ কেউ হেসে ভোলে বেদনা।
বিনা সাঁতারে জীবন্ত মানুষ জলে যায় ডুবে।
মৃতদেহ ভেসে ওঠে দুএকদিন বাদে।
জীবন এক কন্ডাকটর সফর নিত্য।
শুধু যাতায়াত নেই কোনো গন্তব্য।
অনেক প্রশ্নের উত্তর খুঁজে পায় কামরায়।
ছাদ বলে করো উচ্চ চিন্তা, পাখা বলে রাখো মন ঠান্ডায়।
ঘড়ি বলে প্রতিটি মিনিট তোমার মুল্যবান।
আয়না বলে কাজের আগে নিজেকে দেখা প্রয়োজন।
জানালা বলে শুরুর আগে জগতটা দেখো,
কেলেন্ডার বলে নিজেকে আপডেট রাখো।
দরজা বলে গন্তব্যে পৌঁছাতে জোর লাগাও,
ছুটতে থাকো যতক্ষণ না পৌঁছাও।
রেখা সেও রহস্যময়।
অদ্ভুত কর্তৃত্ব জগতময়।
কপালে শুভ থাকলে ভাগ্যশালী।
চামড়ায় রক্ত ঝরে,চরিত্রে পড়লে কালি।
সম্পর্কে পড়লে দাগ দেওয়াল সৃষ্টি।
মতলবে পড়লে দাগ অনাসৃষ্টি।
একটাকায় কোটি টাকা হয়না।
কোটি থেকে এক বাদ দিলে কোটি থাকেনা।
মুল্যবান হলো ভালোবাসা ওই এক টাকা।
সামলে রাখো নইলে সব ফাঁকা।
অসংখ্য ধন্যবাদ