এখন দেখুন
-নৃপেন্দ্রনাথ মহন্ত
এখন দেখুন চতুর্দিকে মুখোশ পরে ঘুরছি সবাই
মুখ লুকোচ্ছি, কথা লুকোচ্ছি, চোখ লুকোচ্ছি রোদচশমায়
শুধু কি তাই? রংমেখে সং সাজছি ‘বং’ ঘাটছি সারাক্ষণই
আমরা কংস মামার অংশ হবো।
এখন দেখুন কবিরা কেউ যাচ্ছে ব’নে খাঁচার পাখি
ফুলের বাসর দেখতে পেলেই লোলুপ কলম উঠছে নেচে
কোথায় ক’টা গোলাপ দিলাম,ক’টাই বা রইলো বাকি
জপছি সদা কোন মন্ত্র কোথায় কবো।
এখন দেখুন সমস্ত তেজ হচ্ছে জমা জিভের ডগায়
বাল্মীকিরও শ্লোকের ভাষা ছাড়িয়ে যাচ্ছে দুর্বাসাকে
প্রবীণ পদ্যকারও কেমন যৌনতায় সুড়সুড়ি দেয়……
আমরাও নিজের মুণ্ডু নিজেই কাটি।
ঢাকিরা সব হচ্ছে জমা, প্রচার পাবে তাঁর মহিমা
মঞ্চে কটা থাকবে চেয়ার,বসবে কারা, সে অতি গুপ্তকথা
লেজের বহর যাচ্ছে বেড়ে, লেজুড়বৃত্তিরও বাড়ছে সীমা
বাড়ছে তাইনা নিজেদের ঝগড়াঝাটি!
বাড়ুক, বাড়ুক,মুখ বাড়ুক
মুখোশ বাড়ুক যত্তোখুশি
মূর্খদের স্বর্গ বাড়ুক,বাড়ুক যতই কীল ও ঘুসি…….
আমাদের কী করার আছে?
চলুক,চলুক ঝগড়াঝাটি
আমরা মুখোসগুলো পরে নেবো
যতটা পারি জোরসে আঁটি।