Site icon আলাপী মন

প্রতিযোগিতা

প্রতিযোগিতা
-রেহানা দেবনাথ

 

 

চলন্ত ট্রেনটা প্রতিদিনের মত দৌড়ে ধরতে গিয়ে পবন হাত ফসকে সজোরে প্লাটফর্মে পড়ে লাইনের দিকে গড়িয়ে পড়ে!তাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে কিছুটা নিয়ে যাবার পর লোকজনের প্রচন্ড চিৎকারে ট্রেনটা গতি কমিয়ে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে। সেই সঙ্গে পবনের হৃদয়ের স্পন্দন ও ধীরে ধীরে কমতে থাকে! পবন শেষবারের মত চোখ বন্ধ করতে করতে শুনতে পায় মা বলছে “বাবু ট্রেন থামলে তবেই উঠবি, তাড়াহুড়ো করবি না”।

বন্ধুরা বলছে –চল প্রতিযোগিতা করি! কে কত তাড়াতাড়ি দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনে উঠতে পারি!!

প্রতিদিন স্কুলে যাওয়ার সময় দৌড়ে বন্ধুদের চেয়ে আগে ট্রেন ধরাটা পবনের কাছে আনন্দ ওর নেশার মত লাগত! জেতার পর আনন্দ আর ধরতো না।
ট্রেন যাত্রীদের অনুরোধ, বিদ্রুপ, কটাক্ষ, শাসন কোনোটাই তাদের প্রতিযোগিতাকে বন্ধ করতে পারে নি।

স্কুল চ্যাম্পিয়ন কিশোর পবনের দৌড় প্রতিযোগিতা সাঙ্গ হয় চিরদিনের মত, সেদিন হেরে যাওয়ার জন্য!!

Exit mobile version