কবিতা

অমর সঙ্গীত

অমর সঙ্গীত

-তোফায়েল আহমেদ

 

 

স্মরণ সুধায় অমর সঙ্গীত জল্পনায়
আজীবন বাজে,
ডোল নাই, বাদ্য নাই, আয়োজন নাই
নিরবে চলে রোজে।

 

ভালোবাসা এমনই অনুভূতির চলন
যা, মন সৃষ্টি করে,
বান তুফানে শুকনো পাতার আবেশে
স্বভাব ধ্বনিতে ঝড়ে।

 

শুরুটা সুন্দরের পরিপাটিতে চমৎকার
সুখ বিলাসী রসায়ন,
বিবিধ জাগতিক সঙ্গত আচরণ প্রবনে
মান অভিমান পরায়ন ।

 

এক হাতে তালি বাজেনা বৃথাই চেষ্টা
অপর হাত ভাঙ্গা,
তীর ভাঙ্গা খেলায় স্রোতের গর্জন চলে
নিভৃতে রক্ত দাঙ্গা।

 

উপরে ফিটফাট ভেতরে অমর দলন
কষ্টের তিক্ত সোপান,
কাউকে বলেনা আপন ব্যথার কথন
হয়না তার পতন।

 

আশা যেমন দূর ভবিষ্যৎকে দেখায়
কত রঙিন স্বপন,
বর্তমান পালায় সময়ের ধূর্ত স্রোতে
প্রাপ্তি থাকে গোপন।

 

বিয়োগের অংক, যোগ করলেই বৃথা
মন, যোগ করতে বলে,
বার বার ফলাফলে শুন্য বৃত্ত পায়
তবু যোগ করেই চলে।

 

রকমারি কত আশারা স্মৃতির বাসায়
কল্পনায় বসে,
জীবনের যত স্বাদ ছায়াছবির আদতে
একাগ্রে যায় চষে।

 

বনের সবুজ দাবানলের অগ্নি স্রোতে
জ্বলে পুড়ে যায়,
সন্ধানী মন বন খুঁজে খুঁজে গর্ত করে
সবুজের শেখর পায়।

Loading

Leave A Comment

You cannot copy content of this page