Site icon আলাপী মন

তুমিহীনে

কবিতা

তুমিহীনে
-শর্মিষ্ঠা শেঠ

 

 

তোমার কি ইচ্ছে করে না
আমাকে দেখতে কিংবা কথা বলতে,
গোধূলী বেলা যায় …..আসে সন্ধ্যে
তেল নেই প্রদীপে পুড়ছে সলতে !!

 

তোমার কি ইচ্ছে করে না
বাতাসে ওড়া চুলে উন্মাদ হতে,
বসন্ত গেলো বর্ষা এলো
শালবন বিহারে বদলের আবর্তে !

 

তোমার কি ইচ্ছে করেনা
জলছাপা শাড়ীর আঁচলের সুবাস নিতে,
খেয়ালী বসন্তে সব সুবাস আসে
বহুকাল গড়িয়ে গেল এই শীতে !

 

বোবা তুমি, আমিও তাই সাজি
রিক্তের বেদনে চিৎকার করে কাঁদি,
এলে না আজও তুমি
কষ্টের ডোরে সকল প্রেম যাই বাঁধি !

 

তুমি কি রাতকে ভয় পাও
ঘুমিয়ে কি চশমা পড়ো ঝামেলা বলে,
কি ভালবাসা তোমার নিত্য মরে
সরাসরি উন্মাদ হই ভাসি চক্ষু জলে!

 

বিন্নি ধানের খই পোকায় খায়
জমিয়ে রাখি তেলের পরিত্যক্ত টিনে,
তুমি আসবে ভেবে
ভাত না খেয়েই পড়ে থাকি রাত দিনে !

 

দিনটি আমার অবোধ শিশুর মত কাঁদে
প্রহরগুলি যখন শূণ্যতায় দেয় হামাগুড়ি ,
আমি পারি না ভাবতে তোমায়
হৃৎপিণ্ড ছিড়ে যায় ত্রাসে ফাটে শীলানূরি !

 

তোমার কি ইচ্ছে করে না
বউকে পুতুলের মত করে সাজাতে
আমি নিতা আম্বানী হতে চাইনি
দুই টাকার লাল ফিতেই যথেষ্ট মন ভরাতে !

 

তোমার একটু হাসিই
আমার হৃদয় প্রশান্তিতে নোঙর ফেলে,
কালো মেশি পড়া দাঁতের
তিল পড়া হাসিতে অপূর্ব দরদ মেলে !

 

আজ প্রশ্নরা বড় বেশী তৎপর
অজুহাত ফিরে যাবার
একবার কি ভেবে দেখেছ
তুমিহীনে কি হবে এই আমার ?

Exit mobile version