শব্দহীনতা
-সীমা চক্রবর্তী
যখন ভাবি লিখবো এক দীর্ঘ কবিতা
তখনই শব্দ জগতে অদ্ভুত এক নিঃসীম নিস্তব্ধতা।
নীরব শব্দকে সরব করি কোন সুপ্ত সাধনায়
শব্দিত বহু শব্দ – বিম্ব পলাতক আয়নায়।
সংযত কতো কল্প – শব্দর গোপনে অভিসার
শব্দবিনা হয় না লিখন সৃষ্টি, শব্দঅনিবার।
শব্দেরা আজ বিশৃঙ্খল, বিপন্ন শব্দ – বিন্যাস
শব্দহীনতার শব্দে কবিতার, নিঃশব্দে দীর্ঘশ্বাস।