অতিথি
-দীপালী পাল
একদিন জীবনের ঐ পারে
চলে যাবো মরণের পরে,
এ ঘরের চাবির মালিক হবে ,
অন্য কোনো কেউ!!
আমার যা কিছু রেখে যাবো —
তারা সব পাবে অন্য মালিকানা,
চলে তো যাবই একদিন
আজ আর কাল,
সঙ্গে নিয়ে যাবোনা কিছুই,
সব সুখ দুঃখের চিরতরে হবে অবসান–
যাবার পর মুহুর্তেই হয়তো কাছের বন্ধু,
আত্মীয় পরিজনেরা হবে শোকাতুর,
তারপর ধীরে ধীরে আমার
নামটা মুছে যাবে,
দরজার ঐ নেমপ্লেট থেকে,
জীবনের চঞ্চল গতি থেকে,,
এইভাবে সবকিছু হারিয়ে যাবে!!
হারোনোটাই একই গন্তব্য সকলের,
সময় হলে ফুরিয়ে যেতে হবে,
কিচ্ছু থাকবেনা,
আমিও ক্ষণিকের অতিথি একজন,
তাই মনে মনে ‘আমার’ বলে
কিছুই ভাবিনা আর।।