Site icon আলাপী মন

আমার প্রকৃতি

আমার প্রকৃতি
-সোমা বৈদ্য

 

 

তুমি সবুজের বনে ঘেরা মাঠ ঘাট।
তুমি ঋতুতে ঋতুতে চিরসবুজ এই গ্রামান্তরে,
তোমার আবহাওয়ার সাথেই প্রতিটা ক্ষণ,আমার প্রকৃতির মন,
তুমি কবিদের অনুভূতি কবিতার পাঠের অংশ তুমি নিরালা নিঝ্ঝুম।
তুমি চাষিদের মুখের হাসি রাখালিয়ার প্রাণের বাঁশি,
তুমি ভোরের কুয়াশায় ফুটে ওঠা সূর্যের হাসি।
তুমি কোকিলের কণ্ঠের মধুর সুর ভরিয়ে তোলো এই প্রকৃতি।
তুমি গোধূলি বেলায় রামধনুর সাতটি রঙ কল্পনায় বিভোর।
তুমি প্রেমিকের স্বপ্নে দেখা আঁকা ছবি নদীর বুকে বয়ে চলা ভাটিয়ালী সুর।
তুমি জীবন গড়ে তোলার ভীত,তুমিই জীবন সমাপন
তুমিই স্বপ্নে সাজানো প্রেমের সাহিত্য,তুমি গল্পের সমাপ্ত।

Exit mobile version