নতজানু হয়ে আছি
-কাজল দাস
ছিঁড়ে রেখেছি আদিম সভ্যতা
দক্ষ মানব ওঠাও তোমার চোখ
কতদিন আর মেপে যাবে নাব্যতা
মিছে প্রবচন- সকলের ভালো হোক।
দুলছে শরীর আঢাকা মত্ততায়
ছিঁড়ে নিচ্ছি চোখের শানিত কোপে
সাজিয়ে শহর কিনছি সভ্যতা
নখ দাঁত সব লুকিয়ে ফেলেছি ঝোপে।
শব্দ গুলো শূন্যে-ই ভালো লাগে
সমাজতন্ত্রে রামরাজত্ব হোক
আমিও আছি সমান্তরাল ভাগে
আসলে আমি তোমাদের-ই তো লোক।