প্রতিকারেচ্ছা
–অমিত কুমার জানা
যেদিন হতে পেয়েছি বোধশক্তি
পাথেয় করেছি সত্য,সততাকে
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছি
শিরায় শিরায় জিইয়ে রেখেছি মানবতাকে।
মনুষ্যত্বে যারা করেছে পদপিষ্ট
সমাজের বুকে এঁকেছে কলঙ্করেখা
আমি তো প্রতিবাদ করবোই
ওদের দিতে উচিত শিক্ষা।
অকারণে যারা কেউটে-হিংস্র
তাদের উৎপাটিতে বিষদন্ত
সবীরত্বে লড়ে যাব আমি
নির্দ্বিধায় সচেষ্ট হবো প্রাণান্ত।
নির্মল পরিবেশে মিশিয়েছে যারা
বিষাক্ত অশান্তির নিশ্বাস
শ্বাসরুদ্ধ করতে তাদের
থেমে থাকবে না মোর প্রয়াস।
চেয়েছি শক্তি চেয়েছি বল
চেয়েছি অপর্যাপ্ত উৎসাহ
দাবাগ্নি তেজে করতে চাই
যত অনাচারের অগ্নিদাহ।
অন্তরে সাহসকে বাঁচিয়ে রেখেছি
যেন মনোবলও থাকে অগাধ
জানি এপথ কন্টকময়,দুর্গম
তবুও যেন গতিশীল হই অবাধ।
কঠিন পটভূমিতে পথচলা পথিক
আমি হারায়নি প্রতিবাদসত্তা
এ তো নয় কেবল নিছক কবিতা
এ মোর অন্তরাত্মার কথা।