Site icon আলাপী মন

ভালো থেকো স্মৃতি

ভালো থেকো স্মৃতি
-শিবশঙ্কর মণ্ডল

 

 

হোস্টেলের কমলা বারান্দা ছুঁয়ে
শুন্যতার উদাসী উঠোন জুড়ে
রামধনু মেঘ বাইশটা বসন্ত
শেষে হিম হয়ে ঝরে গেছে
স্মৃতির পাতায় ঝিরঝিরে বৃষ্টি।
মৌন মন সাধন স্বপ্ন নীরবতা
ঢেকে ফিরে যেতে চায়
স্ববান্ধব স্বাতী,বিশাখার স্থির
বিন্দু ছুঁয়ে অতীত স্মৃতির সেই
পোড়ামাটি ভাঁটিয়ালী গাঁয়ে।

যে পথ শেষ হয়ে গেছে
সেই পথে হাঁটতে হাঁটতে —
সোনালি স্বপ্নের ঠিকানা ধরে
হলুদ মেয়েটি আজো অনুক্ষণ
বসন্ত সাজায় আতরের গন্ধে,
গোধূলি সন্ধ্যা প্রতিশ্রুতির আঁতুড়ঘরে।

ভাঙা ভাঙা মেঘে মায়াবী চাঁদ
নীল নক্ষত্রের হাত ধরে কতবার
এসেছিল ভাঙাতে ভাতঘুম
এমনের দখিনা জানালা ছুঁয়ে।
ঝরণার স্রোতে ডুবে গেছে
স্বপ্ন,প্রতিশ্রুতি,নক্ষত্র,চাঁদ।

তখনও হবে না শেষ লেখা
হারানো স্মৃতির পাতায় হলুদ
মেয়েটি ছুঁয়ে,কমলা বারান্দায়
শীতল উষ্ণতার নীরব রাতে
অসমাপ্ত গল্প,কাব্য,গাঁথা।
স্মৃতির পথ ধরে হেঁটে
প্রান্তিক স্টেশনের লাল সিগন্যালে
লিখে রেখে যাবো —-ভালো থেকো স্মৃতি।

Exit mobile version