দেবীর আরাধনা

দেবীর আরাধনা

-পাপিয়া ঘোষ সিংহ

 

 

নীলাকাশে ভাসছে দেখো সাদা মেঘের ভেলা।
মাঠে মাঠে কাশফুল দিচ্ছে চামর দোলা।
শারদীয়ার আগমনে মাতছে যে ভূবন,
আজ যে মা ‘ হচ্ছে তোমার ,অকাল বোধন।

 

আসছো মাগো ,এসো তুমি,তোমায় সাদর আবাহন,
মৃন্ময়ী তুমি পারো কি করতে চিন্ময়ীর দুঃখ মোচন।
আর পারি না সইতে মাগো,চরম লাঞ্ছনা,
অবলা হয়ে আর তো মোরা সহ্য করবো না।

 

আজকে তোমার আরাধনায় মত্ত যে দূর্জন,
আগামীকাল করবে তারাই নারীর মান হরণ।
শিক্ষা তুমি দেবে না তাদের?করে দেবে ক্ষমা?
আর কতদিন পুতুল হয়ে থাকবে তুমি মা !

 

তিন,তিরিশ, ষাট, আশি ,লিঙ্গ নারী হ’লে,
দুঃশাসনের লোলুপতার শিকার হয়ে চলে।
আজকে আমার একটা কথা শোনো জননী,
অশুভ নিধন করো ওগো অসূরদলনী।।

Loading

Leave A Comment