পাগলপনা

পাগলপনা

-নীলোৎপল সিকদার

 

 

এক টুকরো প্রেম ছিলো তরুণীর
কমলা লেবুর কোয়ার মত লাল ঠোঁটে
সে লালে একদিন অন্ধ হয়েছিলো চোখ
কি আশ্চর্য তখন অন্ধ চোখ
স্বর্গের লাল পথ দেখেছিলো অনিমেষ
সেই আমার স্বর্গের খোঁজ পাওয়া…

 

যুবতী দেহের রংমহলে কত ঝাড়বাতি
কি মনোরম অনুজ্জ্বল আলো
মোহন বাঁশি আমার কত সুরে বাজলো
তবু যুবতীর মন আবিষ্ট করতে পারেনি
সে যে রঙিন পাল তোলা বিচিত্র তরী
ঘাটে ঘাটে শুধু ফেরী করে যায়
আমি আজ চোখে দেখি অন্ধ নই
তবু তার মন চিনতে এতো ভুল হলো!

 

মন পারাবারে ডেকে ডেকে কত বলি
হে রমনী ভালো কি বাসো আমায়
সে হেসেই বাঁচে না বলে কেন বাসবো
তুমি কে তোমাকে তো আমি চিনি না
আর তোমাকে ভালোবাসার চেয়ে
আরো ঢেড় বড় কাজ পড়ে আছে
আমার জীবন যৌবনে শতধারায়
আমাকে বিরক্ত করো না…

এতো বয়স হলো
তবু আমার পাগলপনা সারলো না…

Loading

Leave A Comment