Site icon আলাপী মন

সম্পর্ক

সম্পর্ক
– রানা চ্যাটার্জী

 

 

সম্পর্ক কি সুইচ বোর্ডের অফ, অন বোতামের মতো,
যখন খুশি অন করলাম, গিজারের গরম জল,
পরক্ষণেই শীততাপ নিয়ন্ত্রক যন্ত্রের ঠান্ডা বাতাস!
জীবন তো পানসি তরী,
কখন কোন ঘাটে নোঙ্গর ফেলে!
এ সত্য জেনেও তোমার অভিমান, রাগ
পাখার রেগুলেটরের মতো বাড়ে, কমে।
কখনো ফায়ার প্লেসের স্ফুলিঙ্গ হয়ে ছিটকে এসে
আমার চোখে মুখে কম্পন ধরায়!
গ্রিল কারখানার ঝালাইয়ে রত দক্ষ কর্মীর দৃঢ়তা,
মন শক্ত রাখার সাহস যোগায় শিরা উপশিরায়।
সব বুঝেও স্ফুলিঙ্গ রাগে জল ঢালার চেষ্টা
থেকে বিরত রাখি নিজেকে,
পাছে পুড়ে খাক হয়ে যায় ধিকি ধিকি আগুনে
আমাদের সম্পর্কের সবুজ ক্ষেত!

Exit mobile version