Site icon আলাপী মন

আগুন আগুন

আগুন আগুন
– অঞ্জনা গোড়িয়া

 

 

দেখো দেখো পুড়ছে বধূ,
জ্বলছে মেয়ে,মরছে বহু।
ও মেয়ে তোর কি হয়েছে?
মুখ থম্ থম্ জল ঝরছে।
বল্ না সোনা দুঃখ কিসে?
সহ্য কর্ মা ,লক্ষ্মী মেয়ে।
পেল না সুখ পেল না বর
কে আপন আর কে পর?
বুঝলো না কন্যা ,পুড়ল
জীবন হারিয়ে সে জিতল।
সংসার সুখী রমনীর গুনে
তবু বধূ জ্বলছে আগুনে।
কত স্বপ্নের রঙীন কল্পনা
একনিমেশেই পুড়ল কন্যা।
ছাই হল সাধের দেহ টা
শেষ হল জ্বালা -যন্ত্রনা
সুখ স্বপ্ন হাজার কামনা
কি পেল কন্যা, শুধু বেদনা!
হায় রে সমাজ হায় রে দুনিয়া!
চারিদিক গুঞ্জন,কাঁদে হিয়া।
কত মেয়েরাই জ্বলছে পুড়ছে।
হিসাব রাখেই বা ক ,জনে?
কি পেল কন্যা ,শূন্য হৃদয়
মরনের কোলে ,করল জয়।
সব যন্ত্রনায়, শেষ আগুনে
এখন শান্তি, নিশ্চিন্ত ঘুমিয়ে।

Exit mobile version