কবিতা

দুঃখের মাঝে সুখ

দুঃখের মাঝে সুখ
-বৈশালী নাগ

 


আমার মন খারাপের ধূসর খামে দুঃখ গুলো নীল,
অক্সিজেনের ঘাটতিতে ছটফটে,বেজায় জেদী!
গদিচ্যুত সুখের হারে উল্লসিত ,
মনন জমি অধিকারে তাঁবুর দেমাকি সুর!
আপোস করা কুলুঙ্গিতে
নিভু বাতির দপদপানি,
অহমিকার চিলেকোঠা দিল খিল।।

ভিজলে ভিজুক কপোল জমি!
আবেগ সোঁতা বইতে থাকুক।
পাট ভাঙা সব দর্পগুলো
লজ্জা কাদায় মাখামাখি !
মনের রশি অজুহাতে
হ্যাঁচকা টানে কলজে জ্বলে ,
দুঃখ বিলাস সুখের আশে
ধূসর খামে আলো মাখুক ।।

নাইবা পেলুম সুখের চাবি ,
মারিয়ানা খাতে নিরুদ্দেশি !
ভেকধারি সব অনুভবের গলছে পরত,
সান্ত্বনারা হাজির সুখে আড্ডাচলে,
সুখ পরিরা অপসারণ দাবীর ভিড়ে ,
ধূসর খামের অন্দরে দুখ জাগন ঘুমে
পরিহাসের শব্দ বোনে ,,,,,,,
সুখের চাবি ফিরল যখন মন ভোলাতে,
নীলচে যত দুঃখ হল উদ্বায়ী, ফিরতি সুখের উপহাসে পরবাসী।।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page