Site icon আলাপী মন

মানবতা

মানবতা
-পলি ঘোষ

 

 

যত জটিলতা তে পা রেখেছআমি ততই বিপদসীমাকে ছুঁয়েছি আমি

যতই অন্যের আয়নাতে মুখ দেখেছি আমি
ততই আমি রূপের রানী হয়েছি ।

মায়ের কোলে যখন এলাম ছোট্ট এক খুকু হয়ে
তখন আমি কি ভেবে ছিলাম এই
ভাবে উড়ে উড়ে করব আমার জীবন যাপন ।

পেতে পেতে না পাওয়ার সুখ
আমার হারিয়ে গেলো নতুন ঘরেগিয়ে ।

তাই তো আমি চাঁদের গায়ে লেপ্টে থাকি সকল কিছূ ভুলে ।

তখন আমি শুধুই ভাবি মনে নিমাই যেদিন সন্যাসে যায়
বিষ্ণুপ্রিয়া তখন অঘোর ঘুমায়
আমি তাই সেই দেখে বেরিয়ে পড়লাম

আমার স্বপ্নের পথেরসঠিক ঠিকনা খুঁজতে ।

Exit mobile version