মানুষ মানুষের জন্য
-অনোজ ব্যানার্জী
লভেছি ধরণীকোলে,শ্রেষ্ঠ মানবজন্ম;;
গতজন্মে সঞ্চিত, অফুরান কর্ম-পূণ্য।
ধ্যানেজ্ঞানে রাখবো হৃদয়ে সর্বক্ষণ,
মননে… চিন্তনে…মানুষ মানুষের জন্য।।।
শিবজ্ঞানে করবো সদা জীবের সেবা,
সংসারে জীবন হবে ধন্য,ধন্য ধন্য।
দাঁড়াবো গরীব, দুঃখী, নির্যাতিতের পাশে
চেতনায়, বিবেকে, মানুষ মানুষের জন্য।।
জনহিতকর কর্মে,থাকবো মিলেমিশে,
সদাজাগ্রত মস্তকে, প্রকাশিত মান ও হুঁশ।
বিবেকের বাণী চলবো সতত মেনে,
তবেইতো আমরা প্রকৃত, সম্মানীয় মানুষ।।
ষড়রিপু,হিংসা,লোভ,স্বার্থের প্রলোভনে,
কখনো হইনা যেন ঘৃণ্য, নরপিশাচ, বন্য।
আলো- আঁধারে, সুখেদুঃখে, হাসিকান্নায়,
অন্তরে গাঁথা, চিরকাল মানুষ মানুষের জন্য।।
জাতিধর্ম, ধনীগরীব,আত্মীয়পর ভুলে,আমরা…
মানুষ,এই হোক, সংসারে শ্রেষ্ঠ পরিচয়।
গড়বো… অমলিন,মনোরম, মধুলিপ্ত ধরণী,
ভেদাভেদহীন,সুসভ্য সমাজ,নেইকো সংশয়।।
সবার বিপদেআপদে, দাঁড়াবো পাশে,সম্মাণীয়
সবাই,আর্ত,শিশু, নারী,কেউ নয় ভোগ্যপণ্য।
মানুষ.. সত্যশিবসুন্দরের পূজারী যুগেযুগে,
ভুলবোনা কখনো, মানুষ মানুষের জন্য।