Site icon আলাপী মন

কৃপণ

কৃপণ
-শচীদুলাল পাল

 

 

সবাই বলে হাড় কিপটে খরচ করিনা কিছু।
সন্তানেরা বলে খরচ বাড়াও মাথাপিছু।
লোকে যে যা বলে আমি অতি কৃপণ।
খরচ করে না থাকলে টাকা ফাঁকা এই জীবন।
দেশলাইকাঠি চিরে দুভাগ করে জালাই,
একটা ডিম চারভাগ করে চারজনে খায়।
ছেঁড়া জামা-জুতো পরি মুখে খোঁচা খোঁচা দাড়ি,
কি হবে খরচ করে হেঁটেই যাব বাড়ি।
খরচ করলে কমে যাবে ব্যাঙ্কের টাকা,
না থাকলে টাকা জীবনটায় ফাঁকা।
অপুষ্টিতে রোগে ভুগে পুরা পরিবার ,
কমে যাবে টাকার সাগর খরচের কি দরকার?
একদিন দুর্ঘটনায় অজ্ঞান হয়ে হাসপাতালে,
চিকিৎসার টাকা চায় কে দেবে তাহলে!
অবিশ্বাসে নেই কারোর অধিকার ব্যাঙ্কের টাকার,
কে যোগাবে অত টাকা চিকিৎসার?
তিলে তিলে মৃত্যুর পথে পাড়ি দিলাম আমি কৃপণ।
না ভোগে,না বিপদে কাজে এলো, গিন্নি করল ঋণ।
দেনার দায়ে গিন্নি সর্বশান্ত,ব্যাঙ্কের টাকা বায়েজাপ্ত,
ডুবলাম আমি সপরিবারে থাকতেও টাকা পর্য্যাপ্ত।

Exit mobile version