এ হৃদয় নকশিকাঁথার মাঠ
-নৃপেন্দ্রনাথ মহন্ত
হেমন্তকাল তো যায়নি এখনো
কেন পাত্রে এখনই হিমেল জল
নিয়ম মেনে কিছুই কি হয়না
সবই পূর্ব জন্মের কর্মফল?
কুয়াশায় কী আশায় জ্বলজ্বল্
জ্বলছে পথবাতির চালসে চোখ
কেবল রাত বাজে সাতটা ত্রিশ
শরীরে ঢেউ তোলে রসিক লোক।
যেসব মেয়েদের দিনদুপুরে
ড্যাবড্যাব চোখে দেখা ভব্য নয়
সন্ধ্যায় মঞ্চে তারাই যদি নাচে
তাড়িয়ে দেখে –যাদের বোদ্ধা কয়।
উন্নয়ন নিয়ে যারা নিত্যদিন
চায়ের কাপে কাপে তোলে তুফান
সকলেই তারা অজেয় হতে চায়
সকলেই নাকি তারা চক্ষুষ্মান।
নাছোড়বান্দা উত্তুরে হাওয়া
ইনফেকশন আনে ফুসফুসে
দিবস-শর্বরী হাঁসফাঁস করি
জীবনীশক্তি সে-ই নিচ্ছে শুষে।
শিক্ষালয় আজ ব্যবসাকেন্দ্র
প্রকৃতির কাছেই প্রকৃত পাঠ
জীবনকাহিনিতে নতুন বাঁক
এ হৃদয় নকশিকাঁথার মাঠ।