Site icon আলাপী মন

তোমার জন্য

তোমার জন্য
-রেহানা দেবনাথ

 

 

তোমার জন্য সাত সমুদ্র দিতে পারি পাড়ি
জঙ্গলেও বাঁধতে পারি সুখের ঘর বাড়ি।
তোমার জন্য হতে পারি আমি ঘোর সংসারী
সন্ন্যাসী হয়ে সব মোহ মায়া ত্যাগ করতে পারি।
তোমার জন্য রাজা থেকে হতে পারি ভিখারি
ত্রিভুবন জয় করে হতে পারি সর্বধিকারী!
তোমার জন্য পাখি হয়ে উড়তে পারি আকাশে
ভালোবাসার গন্ধ ছড়িয়ে দিতে পারি বাতাসে!
তোমার জন্য পৃথিবী ছাড়তে পারি চিরতরে
বার বার ফিরতে পারি জন্ম জনম্যান্তর ঘুরে!
তোমার জন্য নির্বিধায় হাসিমুখে পারি মরতে
শত্রু সকলকে নির্বিচারে পারি মারতে।
তোমার জন্য সব সম্পর্কে টানতে পারি দাঁড়ি
বন্ধুদের সঙ্গে এমনিতেই করতে পারি আড়ি।
তোমার জন্য নতুন কিছু করতে পারি আবিষ্কার
ধ্বংসের খেলায় মেতে পেতে পারি তিরস্কার।
তোমার জন্য হতে পারি বিশিষ্ট বিখ্যাত
অপমান গঞ্জনা নিয়ে হতে পারি কুখ্যাত।
তোমার জন্য সদা থাকতে পারি প্রস্ফুটিত
বিরহে নিশ্চিহ্ন করতে পারি নিজের অস্তিত্ব!

Exit mobile version