বিজয়

বিজয়
-তোফায়েল আহমেদ

 

 

বিজয় দিবসে ত্রিশ লক্ষ শহীদের
জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা,
তাদের জীবন দিয়ে বাংলাদেশ
পেয়েছে বিজয়ের স্বাধীনতা।

 

বিজয়ের কোন বয়স, ক্ষণ নাই
সে সদা মসৃন উজ্জ্বল,
তাজা রক্তের যুদ্ধে কেনা বিজয়
এখন স্মৃতির দাবানল।

 

সুন্দর হাসি ফুটাতে পারেনি বিজয়
দেশের মানুষের,
অমানুষরা বিজয়ের ফুল ফুটতে
দেয়না,কারণটা স্বার্থের।

 

বিজয় আকাশের পতাকায় উড়ে
পত -পত করে,
কারো জীর্ণ ঘরে বস্ত্র খাবার নেই
ভোগে অসুখ জ্বরে।

 

কত লোক বিজয়ের কোলে বসে
নরম ভালোবাসা করে,
গরীব লোক তার প্রাপ্য পায়নি
পিয়াস পিপাসায় মরে।

 

বিলাসীরা বিলাসে থাকে কোমল
সুখের পুলকিত ঘরে,
বেকারের চাকুরী নাই,ধিক্কার আছে
তাই কেহ বিপথে ঘুরে।

 

দেশ কখনো গরীব নয়,তাকে গরীব
করে রাখা হয়,
মালোয়েশিয়ার দিকে তাকালে দেখি
সুশাসনেই মানুষের জয়।

 

মানুষের মৌলিক প্রয়োজন মিটেনি
অর্থ কষ্ট সব গরীবের,
বিজয়ের ডামাঢোল একদিনই বাজে
উন্নতি হয়না অসহায়দের।

 

শীতের কম্বলে ডুব দিয়ে কেহ সুখের
মঙ্গলে নিশিতে ঘুমায়,
ছালা, কাঁথা মুড়িয়ে ফুটপাতে থেকে
কেহ নির্ঘুমে ঝুমায়।

 

বিজয়ের স্বাদ মানুষে নাই, বন্দি সে
তবু রোদনে জানাই অভিনন্দন,
অভিমান করে থেকোনা কিছু সুখ
গরীবকে দিও,থেমে যাবে ক্রন্দন।

Loading

Leave A Comment