সুখের ঘরের চাবি
-পারমিতা চ্যাটার্জী
কিছু খুঁজে বেড়াচ্ছ বন্ধু?
হ্যাঁ আমি সুখ কিনবো বলে
একটি লটারির টিকিট কিনে
এই ঘরে তালা দিয়ে রেখেছিলাম
সেই ঘরের চাবিটা হারিয়ে গেছে।
সে কী! সুখের ঘরের চাবি হারিয়ে ফেললে?
তোমার পূর্বপুরুষেরাও লটারি কিনেছিলেন
সুখ কিনবেন বলে, তারা কিনেও ছিলেন;
সবই বন্ধ ছিল ওই ঘরের মধ্যে,
তুমি সেই ঘরের চাবি হারিয়ে ফেললে বন্ধু?
না না ওই চাবি আমাকে পেতেই হবে;
এতো বিষণ্ণতা আমি সহ্য করতে পারছিনা,
আমাকে সুখের ঘরের চাবিটা খুঁজে বার করতেই হবে।
কত জন্ম ধরে লটারির টিকিট কিনে কত সুখ তারা
জমা করে রেখে গেছেন ওই ঘরের মধ্যে,
এতোদিনের পুরানো চাবি হারিয়ে ফেললে
আমি কি জবাব দেবো তাঁদের কাছে?
আমাকে আবার লটারির টিকিট কিনতে হবে।
যতই লটারি কিনে যাও বন্ধু, যে সুখ হারিয়ে ফেলেছ তা আর কোনদিন খুঁজে পাবেনা-।
কেনো কেনো পাবো না?
যে মন নিয়ে তারা লটারি কিনে সুখ কিনেছিলেন
সেই মনটাই তো হারিয়ে গেছে –
তাইতো এতোদিনের পুরানো চাবিটা হারিয়ে গেলো;
আর কি তাকে খুঁজে পাবে?
হাজারটা লটারি কিনলেও টাকা হয়তো পেলেও পেতে পারো কিন্তু সুখের ঘরের চাবিটা আর ফিরে পাবেনা-।
যা হারিয়ে যায় তা হারিয়েই যায়, তাকে আর ফিরে পাওয়া যায়না ;
তাইতো আমাদের রবি কবি বলে গেছেন, “যা হারিয়ে যায় তা আগলে বসে রইবো কতো আর”।
যে সুখ হারিয়ে গেছে তা লটারির টিকিট কিনে
কোনদিন আর ফিরে আসবেনা
আর বৃথা খুঁজে বেড়িয়ো না তোমার সুখের ঘরের চাবি।