কবিতা

অঙ্কুরিত বীজ

অঙ্কুরিত বীজ
– অঞ্জনা গোড়িয়া

 

 

শুকনো বীজটা ঘুমিয়ে আছে
নেই কোন হেলদোল
আসবে কবে মাটির কাছে
উঠবে জেগে দ্বার খোল।
উঠবে বীজ মাটি ফুঁড়ে
আকাশ ছোঁবে লম্বা দেহে,
আর রেখো না বদ্ধ ঘরে
ছুড়ে দাও মাটির বুকে।
জল বাতাস খাবার পেলে
বনস্পতির জন্ম দেবে,
একটু শুধু দাও হে খুলে
কৌটো থেকে শুকনো দেহে।
প্রাণ ফিরে দাও মাটিতে ফেলে
ভবিষ্যতের বড় বৃক্ষ সে যে
তারই ছায়ায় আশ্রিত জীবকুল
নয়কো অতি তুচ্ছ ক্ষুদ্র সে।
মাটির তলে তার শক্ত মূল।
প্রাণের ভেতর সুপ্ত স্বপ্ন যতো
একদিন মাথা তুলে উঠবেই,
নিজেকে গড়বে মনের মতো।
সেদিন সে অনেক উচ্চতায়
মেলে ধরবো সবার সম্মুখে,
আজ যে সে বড়ো অসহায়।
আলো বাতাস একটু মুখে।
অঙ্করটা শক্ত মাটি ঠেলে
সোজা হয়ে উঠব আকাশে
ভরে উঠবে পাতা ফুল ফলে।
ভবিষ্যতের বৃক্ষেরে একটু যতন করো
মানবের বন্ধু সে যে অতি বড়ো প্রিয়।
অনেক কাজেই বৃক্ষ সেরা
গাছের খাদ্যই আমাদের শিরা উপশিরায়
বৃক্ষের দান অনস্বীকার্য
শুপ্ত বীজে প্রাণ ফিরিয়ে দাও হে
আজ সে সুপ্ত নিশ্চুপ অরণ্য।

Loading

Leave A Comment

You cannot copy content of this page