Site icon আলাপী মন

জীবন যাপণ

জীবন যাপণ
-রাণা চ্যাটার্জী

 

 

আড়াইশো গ্রাম ভালোবাসা,পাঁচশো স্নেহ,
আর তিনশো বিশ্বাস কিনে সবগুলো মিশিয়ে,রোজ সকালে এক চামচ সেবন ।
নইলে , টিকে থাকা বড়ো দায় এই কাঁচ ঘেরা রুদ্ধ
দ্বার পৃথিবীর বৃত্তিয় ময়দানে !
মনের মধ্যে কার্বন মনোক্সাইড প্রলেপ আঁচড়,
স্বার্থপরতার পোস্টারে ছয়লাপ বাতিস্তম্ভ।
আধুনিক শিক্ষায় উন্নত নাগরিক মন, তবুও কেবল নিজের জন্য ভাবনার গভীরে ডুব সাঁতার!
একাকি রাত ডিগবাজি খায় গ্যাজেট ল্যাপিতে।
রাস্তায় অসহায় মানুষের পাশ দিয়ে নাকে রুমাল চাপা অতিক্রম, বড়ো গা সওয়া এ শহরের ।
কিডনি চক্রের ছায়া মানবের ফুটপাথ দাপাদাপি,
তবু খাসা বাঁচা মুখোশ দুনিয়ায় কাঠপুতুল হয়ে ।

Loading

Exit mobile version