টের পাই

টের পাই

-নীলোৎপল সিকদার

 

 

এখনও বেশ টের পাই বুকের ধুকপুকানি
চলছে শ্বাসে প্রশ্বাসে অচেনা তরী
ঘাটের সন্ধানে নোঙর করবে বলে
টের পাই,,,

এবুকে রাতের আকাশে পান্ডুর চাঁদ
হলুদ জোছনায় ভিজায় প্রান্তর
মেয়েলীগন্ধ ভেসে আসে মৃদু সমীরণে
টের পাই…

ভীষন স্রোতে ভেঙেছে কতবার
মননদীর পাড় দুরন্ত প্রেম আকর্ষণে
কত দীঘল রৌদ্র পুড়া পথ
লুটিয়ে পড়েছে দুর্দম ছুটে চলা পায়ে
তবু পা জ্বলে জ্বলে এগিয়ে গেছে অকুতোভয়ে
কোন এক নদীর গান শুনতে বাহির হাওয়ায়
টের পাই…

কোথায় নদী সেখানে যে দেখি গহীন বালুচর
কেন ঢেউয়ে ঢেউয়ে দেহের দোলায় দুলি
শূন্য পড়ে থাকা ধূধূ বালির বিস্তার
ঝড় নেই তবু বালিঝড়ে আচ্ছন্ন
বালিতে মুখ গুঁজে জীবন ঝড় কাটাই
শূন্য বালিচর– টের পাই…

Loading

Leave A Comment