এই চাওয়া
-অযান্ত্রিক
বাঁচার জন্য আমায় কি শাস্তি দেবে দাও,মাথা পেতে আছি,
শুধু ভালোবাসা দিও না নিলোফার,কষ্ট দাও যন্ত্রনা দাও,
কান্না দাও, রক্তারক্তি, হানাহানির যুদ্ধের শেষে যদি ফের বাঁচি?
অথবা মরে যাই, তাহলে চিতা কাঠের দামের মতো অগ্রিম দাও।
ভালোবাসার জন্য, ছেড়ে এসেছি মায়ের কোল বাবার আদর,
কোনো কিছুই আনিনি সঙ্গে করে, না জামা, না খাদ্য না পানীয়,
কুয়াশার মাঠ, সকালের খেজুরে গাছ, বাঁশ বনের হৈমিক স্বাক্ষর।
শুনেছিলাম প্রেমের শহরে পাওয়া যায় সব, ভুল, ঠিক টা জানিও।
ভালবাসার জন্য ছেড়ে এসেছিলাম পরীর বাগান, শুড়িখানা,
ছেড়ে এসেছিলাম মাতালের আনন্দ, মায়ের মাটির আঁচল,
বিছানা বালিশ যতবার টেনে ধরেছে ততো বলছি যাবোনা।
সেই না বলার অপরাধে আজ প্রেম নয়, শাস্তি দাও ওটাই আসল।
ভালবাসার শর্তে আমি চাই হাজার হাজার মানুষের জন্য খাদ্য,
ভালোবাসার শর্তে আমি চাই লক্ষ লক্ষ দ্রৌপদীর জন্য বস্ত্র।
ভালোবাসার জন্য আমি চাই হিংসাগ্রাসী প্রেম, নেশা আর নারীর মতো।
এই চাহিদার জন্য আমায় কি শাস্তি দেবে দাও,নিলোফার আমি মাথা পেতে আছি