Site icon আলাপী মন

এই বসন্তে

এই বসন্তে
-শিবশঙ্কর মণ্ডল

 

 

হৃদয়ের ‘তরে রক্ত হৃদয় অনুক্ষণ
প্রতীক্ষার বেদনায় করে নব উল্লাস।
অজানা প্রাপ্তির প্রত্যাশা ছুঁয়ে মন
পলাশের পাপড়িতে ঢাকবে মধুমাস।

 

কম্পিত বক্ষে অনুভূত নিবিড় স্পন্দন
শুষে নেবে রস মৃদু বৃষ্টি নিমগ্ন ঘ্রাণে।
কমলা ভোরের আভায় রঙিন জীবন
ভাঙা তরী ভাসাবে ঢেউ তোলা প্রাণে।

 

অন্ধকার নগরীর সেই’ধূ ধূ’ বালুচর
মধুরসে ঢাকবে চির তৃষ্ণার্ত অলি।
আমি নই,মনে করো এক জাতিস্মর
দেবে কোনো রিক্ত হৃদয়ে প্রেমাঞ্জলি।

 

তন্দ্রালু রজনীতে জাগবে চাঁদ একা
হৃদয়ে ফোটাবে ফুল ফাগুনের গন্ধে।
কৃষ্ণচূড়ার তলে নবরূপে হবে দেখা
অনাস্বাদিত আকাঙ্ক্ষার ছন্দে ছন্দে।

 

বেগুনি শাড়ীর কাজল চোখে গোলাপ
রঙেই এঁকে দেবো চির তৃপ্তির রেখা।
সেই সত্য বচন যদিই না হয় প্রলাপ
নিয়তির অন্তরালে বসন্তেই হবে দেখা।

Exit mobile version