
নিথর
নিথর
-অমল দাস
আগুনের এক ফাগুন আছে
জ্বলনেও আছে জ্বালা,
আমার উপহার নাওনি তুমি
দিয়ে যেও শেষ মালা।
জলের নীচেও তল আছে
ডুবলেও আছে ভয়,
এ খেলায় তোমায় জয় দিলাম
আমি মেনে নিলাম পরাজয়।
শ্রাবণের জলে প্রেম আছে
নয়নে লবনের ধারা,
সাঁঝবাতিতে রাঙিয়ো ঘর
আঁধারে আমার পাড়া।
বাতাসী দোলায় পুলক আছে
শ্বসন অভাবে মৃত্যু,
এ জগত তোমার মিত্র করিলাম
আমি হলাম না হয় শত্রু।
আবহে মধুর সুর আছে
বহু সুরে আছে বিষাদ
আমি তপস্বী ধ্যানে মগ্ন হব
তুমি লুটে নিও প্রাসাদ
সমুদ্রে নদীর মিলন আছে
গভীরতায় নেই মোহনা,
চুম্বনে আর কাটবো না ঠোঁট
নিথর আমারে ছুঁয়ো না।


2 Comments
Anonymous
বড়ো বিষাদের..
অমল দাস
কতকটা তাই, ধন্যবাদ বন্ধু