বিপন্ন শৈশব
-অনোজ ব্যানার্জী
সংসারের বাগানে, অগণন ছোট্ট ছোট্ট ফুলের কুঁড়িগুলো,
পারছেনা, পারছেনা পরিপূর্ণ ফুল হয়ে ফুটে উঠতে।
ঝরে ঝরে….. যাচ্ছে পড়ে,
অকালেই, খাচ্ছে গড়াগড়ি মাটিতে,,
ওদের ছেঁটে ছেঁটে, হেঁটে হেঁটে, যাচ্ছে, মানুষ, গরু, ছাগল,
কত, কত আশা-স্বপ্ন-কল্পনা ছিল, জীবনে ওদের।
বিলাইবে সুগন্ধ ,স্যৌরভ, এই ধরনীতে।
সংসারের বলবিয়ারিং অচল, যে সব শিশুদের…কারো মা নেই,,কারো বাবা নেই,
শৈশবেই হারিয়েছে যেসব অভাগারা, তাদের মা-বাবাকে,,
তাদের সংসারের সব খরচ,, চাল,ডাল,নুন,তেল,সবজি,হাট,বাজার, পোশাক-আশাক ওষুধপত্র…
এসবের খরচের টাকাকড়ি,, আসবে কোথা থেকে??
শৈশবের সব আনন্দ,খেলাধুলো, পড়াশুনো, আমোদ-আহ্লাদ,এইসব সুখ-শান্তি ভুলে ছোট ছোট শিশুরা …
কত নাবালিকা,, অন্যের বাড়ি বাড়ি করে চলেছে,,ঝি-এর কাজ,,বাসন মাজছে,,,
কাপড় কাচছে,,ঘরদুয়ার দিচ্ছে ঝাঁট।
কত বাচ্চা ছেলে,,,
কেউ চা-কফির দোকানে,কেউ হোটেল-মোটেল,রেষ্টুরেন্টে,,,অল্প বেতনে কাজ করেই চলেছে…………
কি ওদের ভবিষ্যৎ জীবন?
এই গহীন অন্ধকারের জীবনের পথ থেকে,,
কে নিয়ে যাবে ওদের আলোঝলমল সুন্দর জীবনের প্রাঙ্গনে?
এই বিপন্ন শৈশব থেকে,,কে নিয়ে যাবে ওদের,,
ধন-ধান্য-সুখশান্তিপূর্ণ আনন্দঘন জীবনে??