Site icon আলাপী মন

আর একটা ফরাসি বিপ্লব

আর একটা ফরাসি বিপ্লব
-তন্ময় সিংহ রায়

 

 

বিনা বাক্যব্যয়ে ব্যাতিক্রম স্বীকার করেই একরাশ প্রকৃত ঘৃণা বর্ষণ ও আন্তরিক ধিক্কার জানাই সেই সমস্ত হৃদপিন্ডধারণকারী কঠিন বর্জ্য পদার্থদের, যারা পোষাকি বৈচিত্র্যতায় ঢেকে রেখেছে তাদের মানসিকতার দুর্গন্ধকে!…. স্বপ্ন শুধু, মনুষ্যত্বকে অদৃশ্যভাবে বিক্রয়যোগ্য করে ধনী হওয়ার। একজন শিক্ষিত অথবা উচ্চশিক্ষিত মানুষের স্বভাব ও চিন্তাধারার প্রতিফলনে যে একটা পশুও চরম লজ্জাজনক পরিস্থিতিতে পড়বেনা এমন বলাটা যুক্তিবিদ্যার চরম অপমান , অনুরূপ একজন অর্ধশিক্ষিত বা অশিক্ষিত যে মাদার টেরিজা বা স্বামী বিবেকানন্দ হবেনা এমন ভাবাটাও চরম মূর্খতার পরিচয় বহন করে। তবে যে শিক্ষায় একজনের অন্তর আজও ইজিপ্টোপিথেকাস , যে শিক্ষিত-এর গভীরে আজ ও খুঁজে পাওয়া যায় ইনটেনডেন্ট, সে শিক্ষা অর্জন অপেক্ষা মূর্খতাই শ্রেয়। একজন সাধারণ চোর চুরির দায়ে যায় নিস্তব্ধ অন্ধকার ঘরটাতে কিন্তু একজন অর্থবান শিক্ষিত চোর পায় দিগন্ত বিস্তৃত খোলা আকাশ আর উদ্ভিদের পর্যাপ্ত প্রশ্বাস। বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো’র ভূবনজয়ী মহাগুরু দার্শনিক সক্রেটিস-এর “যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মত, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়ষার জালের মত!” আজও সতেজ ও প্রাণবন্ত! এদিকে ভগবান আজ শয়তানের ভূমিকায়ও বিত্তবান। জিরো ডিগ্রী মস্তিষ্কের তৈমুর লং-এর ভূমিকায়ও একটা দরিদ্র মানুষের বৃক্ক ও যকৃত নিয়ে অপারেশন থিয়েটারে করা হয় রক্তাক্ত গবেষণা! পরে ঘোষিত হয় মৃত বলে। সম্প্রতি ভারতের কর্নাটক ও মহারাষ্ট্রে গ্রামে স্ত্রীরোগে আক্রান্ত বেশ কিছু হতদরিদ্র মহিলাদের যথেষ্ট মেডিক্যাল যৌক্তিকতা ছাড়াই তড়িঘড়ি অপারেশনে কেটে বাদ দেওয়া হয়েছে জরায়ু ৷ হাব-ভাবে বিধান চন্দ্র রায়ে-রা সামান্য হাঁচি-কাশিতেই নির্দেশ জারী করছে সাত-আট রকমের টেস্ট, এক্সট্রা প্রাপ্তি বলতে হাল্কা একটু কমিশন হজম। এক্ষেত্রে হজমটা বদ কখনই হয়না অর্থাৎ পরিপাক ক্রিয়ার কোনো যান্ত্রিক গোলোযোগ সম্পন্ন হয়না। উকিলের সততা আটকে থাকে অর্থবান প্রকৃত আসামীটার বুক পকেটে! একজন সিভিল ইঞ্জিনিয়ারের বুক ভরা আদর্শে হুড়মুড় করে ভেঙে পড়ে প্রাণ যায় অসংখ্য তরতাজা প্রাণগুলো! একজন বিবেকবান শিক্ষক চুরি করে বাচ্চাদের মিড-ডে মিলের উপকরণ অথবা অনুপোযুক্ত শিক্ষাদানেও প্রাপ্তিযোগ হয় কুড়ি অথবা চল্লিশ। একজন চোর পুঁথিগত /মানসিক শিক্ষিত হলে সমাজ তার বুকে পায় শান্তি কিন্তু একজন শিক্ষিত যদি হয় চোর তবে সমাজটা হয় এখনের মতন। এখন প্রশ্ন হলো আর একটা ফরাসি বিপ্লব কি আজও নিষ্প্রয়োজন?

Exit mobile version