পূনর্বারের প্রতীক্ষায়
-অমিত কুমার জানা
রূপকথার গল্পে হয়তো মাপতে পারিনি প্রেমের গভীরতা।
তুমি ছেড়ে যাওয়ার পর অজান্তেই তা বুঝেছে অবুঝ মন।
চলে গিয়েও রেখে গিয়েছ সেই স্বর্গীয় অনুভূতি গুলো।
নিত্যদিনের এলোমেলো চিন্তা মনের গভীর রাস্তায় ট্রাফিকের মতো ভিড় করলেও,
তোমা হেতু স্মৃতিগুলো ভিড় সরিয়ে জায়গা করে নেয়।
আমার জন্য হয়তো তোমার হৃদয়ে নির্জনতা,
আমি এই আশায় উন্মুখ হয়ে আছি,
যদি আবারো দূরত্ব ঘুচিয়ে দুজনে আসি কাছাকাছি!
নাকি অন্য কারো হৃদয়পথে ট্রাফিক হয়ে আছ?
এডমিনদের অসংখ্য ধন্যবাদ